Search This Blog

Monday, April 22, 2013

Windows 8 সকল ভার্সনের জন্য পার্মানেন্ট অফলাইন Activator!

active

উইন্ডোজ ৮ পার্মানেন্ট অফলাইন  Activator
উইন্ডোজ ৮ এখন জনপ্রিয়তার দিকে বেশ ঝুঁকে পড়তেছে। তবে অনেকে ক্ষেত্রেই অনেকে উইন্ডোজ অ্যাক্টিভ করতে পারে না। তার মধ্যে রয়েছে অনেক উটকো ঝামেলা, আবার ভার্সন বিভিন্ন হওয়ায় অ্যাক্টিভ করা সম্ভব হয় না। এর সমধান পেতে আজকের পোস্ট আপনার মনের দীর্ঘদিনের স্বাদ মিটিয়ে দেবে। আর উইন্ডোজ ৮ কে চিরদিনের মত আপনার দাসী হয়ে থাকবে। :)

উইন্ডোজ ৮ ভার্সন সাপোর্ট
পার্মানেন্ট অফলাইন Activator সফটওয়্যারটি মোটে সকল windows8 Version এ সাপোর্ট করে। এতে তেমন কোন ঝামেলা পোহাতে হয় না। এক ক্লিকেই অ্যাক্টিভ!
সাপোর্ট ভার্সনগুলো হলঃ
Windows 8 [32-64 bit]- metro
Windows 8 Enterprise [32-64 bit]
Windows 8 Pro Edition  [32-64 bit]
Windows 8 Pro With WMC [32-64 bit]

Windows 8 RTM

যেভাবে উইন্ডোজ ৮ অ্যাক্টিভ করবেন
আমার দেখা মতে এই Activator ব্যবহার করা ঝমেলা বিহীন এবং অনেক সহজতর। এতে ইন্টারনেট প্রয়োজন হয় না অর্থাৎ অফলাইনে কাজ সেরে ফেলা যায়। যেভাবে উইন্ডোজ ৮ অ্যাক্টিভ করবেন তার কিছু ইনফর্মেশন দিয়ে দিলাম।
  • প্রথমে ডাউনলোড করে Zip ফাইল এক্সট্রাট করে নিন।
  • এখনActivator টি ‘Run as administrator’ হিসাবে ওপেন করুন।
  • ” Activar” অপশনে ক্লিক করুন।
  • এরপর একটা বক্স আসলে OK ক্লিক করুন।
  • তারপর Activator লোড নেবে এবং প্রসেসিং কাজ শুরু করবে।
  • অ্যাক্টিভেশন প্রসেসিং হওয়ার মধ্যে পিসি রিস্টার্ট নেবে, এবং ফুল অ্যাক্টিভ হয়ে যাবে।

button-downloadWindows 8 Offline Activator || 3.57 MB

আজ এখানেই খতম করলাম। আশা করি আগামীতে উইন্ডোজ ৮এর আরও সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আপনারাও বেশি বেশি কমেন্ট করে আপনাদের ভালো লাগা কিম্বা কি ধরনের পোস্ট আরও চাই তা জানিয়ে দিতে বিন্দু মাত্র দ্বিধা করবেন না!
আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন।
আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি ।
আবারও সকলকে আন্তরিক ধন্যবাদ।।

No comments: