Search This Blog

Tuesday, September 17, 2013

বাংলা টিউটোরিয়াল অব হিরেন’স বুট সিডি (২য় ভার্সন)


হ্যা বন্ধুরা, প্রকাশিত হয়েছে খুরশীদ সিহাবের রচনায় পিসি হেল্পলাইন বিডি প্রকাশনায় “ বাংলা টিউটোরিয়াল অব হিরেন বুট সিডি” এর ২য় ভার্সন।

এর প্রথম ভার্সনের পিডিএফ ফাইলটি এযাবৎ ৬,০৬০ বারেরও বেশী ডাউলোড হয়েছে। বলতে গেলে হিরেন বুট সিডি এর উপর লেখা এটাই বাংলার প্রথম এবং জনপ্রিয় ই-বুক।

নতুন এ ভার্সনটির আলচিত বিষয় হচ্ছে, হিরেন বুট সিডির বুটেবল ইউ.এস.বি ড্রাইভ তৈরি করা।
আর মূল বিষয়তো সবারই জানা আছে.. একবার উইন্ডোজ এক্সপি ইনষ্টল করলে তা সারা জীবন চালানো যায়;  অথবা বলা যেতে পারে ৫ মিনিটে উইন্ডোজ এক্সপি ইনষ্টল করুন।
সুটোনি এম.জে ফন্টে লেখা হয়েছে সম্পুর্ন বইটি। তাই আশাকরি বাংলা দেখতেও কোন সমস্যা হবে না।
এছাড়াও আরো কিছু বৈশিষ্ট যোগ করা হয়েছে বইটির নতুন ভার্সনে।
সাইজ > 623 কে.বি (কিলোবাইট)

No comments: